ড্রাগ ট্রাফিকিং নিয়ে থ্রিলার ওয়েব সিরিজ ‘কিস অফ জুডাস’

0
62

‘গহীন বালুচর’খ্যাত আবু হুরায়রা তানভীর ড্রাগ ট্রাফিকিং নিয়ে থ্রিলার ওয়েব সিরিজ ‘কিস অফ জুডাস’। ৮ পর্বের  এই ওয়েব সিরিজটি ওটিটি প্লাটফর্ম বিনজে । এটা বিনামূল্যে দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরা।

 ছন্নছাড়া প্রডাকশনের ব্যানারে ওয়েব সিরিজটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন শাহজাহান সৌরভ। নির্মাতা হাবীব শাকিল, তথাগত মাইতি, ও প্রডিউসার তরুণ মজুমদারদের দীর্ঘ চারমাস স্ক্রিপ্ট ডক্টরিং শেষে নির্মাণ কাজ শুরু হয়।

ওয়েব সিরিজটিতে তানভীর ছাড়া আরও অভিনয় করেছেন জান্নাতুন নূর মুন, দোয়েল মেশ, ওয়াহিদ তারেক, নাছির উদ্দীন খান, টুটুল চৌধুরী প্রমুখ।

 সিরিজে দেখানো ড্রাগের ধরন সম্পূর্ণ আলাদা, যা আগে কখনও দর্শক দেখেনি, দাবি পরিচালকের।।