ডুবে যেতে পারে সেন্টমার্টিন

0
25
ডুবে যেতে পারে সেন্টমার্টিন
ডুবে যেতে পারে সেন্টমার্টিন

ঘূর্ণিঝড় মোখার গতিবেগ দ্রুত বাড়ছে। রোববার দুপুরে এটি কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে পাহাড় ধসের পাশাপাশি সেন্টমার্টিন দ্বীপের প্রায় পুরোটা জলোচ্ছ্বাসে ডুবে যেতে পারে।

গতকাল শুক্রবার থেকে টেকনাফে সমুদ্র ও নাফ নদের ঢেউয়ের উচ্চতা বাড়তে শুরু করেছে। গতকাল সকাল ১০টা থেকে সেন্টমার্টিন দ্বীপ ছাড়ছে মানুষ। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাড়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

৩৭টি স্থাপনাকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। ভূমিধস ও বন্যায় প্লাবিত হওয়ার ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের সতর্ক থাকতে বলা হয়েছে। গতকাল সকালে সেন্টমার্টিন থেকে ৬০০ মানুষ নিয়ে রওনা হয়ে কাঠের দুটি ট্রলার টেকনাফ-শাহপরীর দ্বীপ ঘাটে ভেড়ে।