
আগামী ২৬ মার্চ ঢাকা-জলপাইগুড়ি রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যেতে ভাড়া লাগবে ২ হাজার ২০০ টাকা। আর চিলাহাটি থেকে ৭০০ টাকায় যাওয়া যাবে জলপাইগুড়ি।
পঞ্চগড়ে ঐতিহাসিক ৭ই মার্চ’র আলোচনা সভায় এই কথা জানান রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। জেলা প্রশাসনের আয়োজনে রোববার(৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়।
রেলপথ মন্ত্রী আরও জানান, এই ট্রেন চলাচল উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে এলে ট্রেন চলাচল উদ্বোধন করা হবে।
ঐতিহাসিক ৭ই মার্চ বিষয়ে রেলমন্ত্রী বলেন, এই দিনটি এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন আমরা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পেয়েছি। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সারাদেশে দিবসটি পালন করা হচ্ছে। সেদিন বঙ্গবন্ধু অত্যন্ত পরিকল্পিতভাবে বক্তব্য দিয়েছেন ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।
মন্ত্রী সুজন বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ছিলো আত্মনির্ভরশীল মর্যাদাপূর্ণ একটি দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।