
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। জানা যায় নিহতরা একই পরিবারের। এ ঘটনায় আহত মাইক্রোবাস চালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
সোমবার (১৯ আগস্ট) ভোরে সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিমুদ্দিন (৬৪), স্ত্রী নার্গিস খাতুন (৪৬), ভাই জামাল উদ্দিন (৪৫) ও ছেলে কামাল হোসেন (৩২)।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


