ট্রাক ধর্মঘট নিরসনে সচিবালয়ে রাত ৮টায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন।
ডিজেলের বাড়তি দাম প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ট্রাক ধর্মঘট অব্যাহত রেখেছেন ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকরা। ট্রাক ধর্মঘট নিরসনে রাতে বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত বুধবার মধ্যরাত থেকে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এর প্রতিক্রিয়ায় পরদিন থেকেই পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ করে দেন মালিকরা। শুক্রবার শুরু হয় সড়ক পরিবহন ধর্মঘট। শনিবার থেকে লঞ্চ চলাচলও বন্ধ করে দেয়া হয়।
এর মধ্যে বাস ও লঞ্চমালিকদের সঙ্গে পৃথক বৈঠকে বসে রোববার ভাড়া পুনর্নির্ধারণ করে সরকার। এরপর ধর্মঘট থেকে সরে আসেন বাস ও লঞ্চ মালিকরা। তবে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের সঙ্গে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।
রোববার রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক মালিক সমিতির নেতারা এক ব্রিফিংয়ে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণাও দেন।
তাদের দাবিগুলো হচ্ছে জ্বালানি তেলের (ডিজেল ও কেরোসিন) বর্ধিত মূল্য প্রতি লিটারে ১৫ টাকা প্রত্যাহার, যমুনা ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার এবং দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলো পণ্য পরিবহন যানের ওপর যে টোল নেয় তা বন্ধ করা।