ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ

0
40
পিকআপের ধাক্কায় তিনজন নিহত 
পিকআপের ধাক্কায় তিনজন নিহত 

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার নন্দীগ্রামে।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ওমরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ আরও চার জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, আব্দুল খালেক (৬৫) ও বাবলু মিয়া (৫০)। নিহত আব্দুল খালেক নন্দীগ্রাম উপজেলার কুস্তা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। আর বাবলু মিয়ার বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার কাসুপিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আজিম উদ্দিনের ছেলে। নিহত দু’জন অটোরিকশার যাত্রী ছিলেন।

অটোরিকশার চালকসহ আরও চার জন আহত হন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাব ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, ট্রাক ও অটোরিকশা দু’টি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।