
ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (২ জুন) রাত ১১টায় ওই ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কবি শেখ ফজলুল করিম স্মৃতি ফলক এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (৩ মে) কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, পাটগ্রাম উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫) ও একই উপজেলার বেলতলী (রহমতপাড়া) গ্রামের আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং মুন্নি বেগম (৪০) রংপুরের দর্শনা মোড়ের সুত্রাপুর গ্রামের বাসিন্দা।