বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ১২ জন জেলে নিখোঁজ রয়েছেন। সর্বশেষ গত ১৬ আগস্ট সন্ধ্যায় ওই জেলেদের সাথে তাদের পরিবারের মোবাইল ফোনে যোগাযোগ হয়। এরপর তাদের আর কোন সন্ধান পায়নি পরিবার। এতে দুশ্চিন্তায় ও চরম উৎকণ্ঠায় পড়েছে জেলেদের পরিবার।
নিখোঁজ জেলোরা হলেন-চন্দ্রদ্বীপ ইউনিয়নের, বাবুল সর্দার, জসিম বয়াতি(৩৪), সোহরব মাঝি(২৩), আবুল মাতব্বর(৪০), সবুজ ব্যাপারি(৩৫), কবির(২২), সুমন(২৪), মোতাহার(২৯), জসিম খা(৩০), কামাল হোসেন(২৭) ও কবির মাঝি (২৬)।
নিখোঁজ জেলেদের পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলে বাবুল সর্দার তার এফবি ফিশিং বোর্ড নিয়ে বাকী জেলেদের সাথে জাল, বরফ নিয়ে বঙ্গোপসাগরে রওয়ানা হন। সর্বশেষ ১৬ আগস্ট সন্ধায় ছেলে অসিফের সাথে মুঠোফোনে যোগাযোগ হয় বাবুলের ।
আসিফ জানান, প্রচণ্ড বাতাস আর পানি বাড়তে দেখে বাবার খবর জানতে মোবাইলে কল দেন, কিন্তু ফোন বন্ধ পান। তিনি আরও জানান, সাগরে অনেক মাছ ধরার ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না শুনে সন্দেহ বাড়তে থাকে পরিবারের মধ্যে।
বাবুল ব্যাপারির জামাই জহিরুল ইসলাম জানান, রোববার তিনি হাতিয়ার কোষ্টগার্ড ও পাথর ঘাটায় সন্ধান করেও তাদের কোন খোঁজ পাননি।
এ বিষয়ে পটুয়াখালীর নিজামপুরের কোস্টগার্ডের পেটি অফিসার মো. সেলিম জানান, সাগর উত্তাল, তার পরও উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যে বেশকিছু ট্রলার উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলেদের ট্রলারের খোঁজ পাওযা গেলে জানানো হবে বলেও জানান কোস্টগার্ডেরেএই কর্মকর্তা।