টেলিভিশনে ট্রাম্প ও কমলার মুখোমুখি বিতর্ক

0
9
কমলা
টেলিভিশনে ট্রাম্প ও কমলার মুখোমুখি বিতর্ক

টেলিভিশনে ট্রাম্প ও কমলার মুখোমুখি বিতর্ক শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এবিসি নিউজের আয়োজনে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এটাই প্রথম সরাসরি বিতর্ক।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) ফিলাডেলফিয়ায় দুই প্রার্থীর মধ্যে বিতর্ক শুরু হয়।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে হেরে সরে দাঁড়ান জো বাইডেন। তার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন হ্যারিস।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে নির্বাচন।  এবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করছে।

বিতর্ক অনুষ্ঠানটি বিরতিসহ ৯০ মিনিট চলবে। প্রতিটি প্রশ্নের জবাব দিতে দুই মিনিট সময় পাবেন ট্রাম্প-হ্যারিস। যুক্তি খণ্ডনে দেয়া হবে আরও দুই মিনিট। বিতর্কটি সঞ্চালনা করছেন এবিসি কর্মকর্তা ডেভিড মুইর ও লিনসে ডেভিস।

বিতর্কে গুরুত্ব পায় মূল্যস্ফীতি, গর্ভপাত আইন ও অভিবাসন নীতি। এ সময় ট্রাম্প বিভিন্ন মিথ্যা ষড়যন্ত্রমূলক তত্ত্বের কথা বলেন।