
কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল রজার ফেদেরার অধ্যায়। সুইস কিংবদন্তি রজার ফেডেরার তাঁর প্রিয় টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন। হয়তো শুধু এবারের জন্য নয়, চিরতরে। হয়তো এই কিংবদন্তিকে আর দেখাই যাবে না অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে। সম্ভবত নিজের উইম্বলডন কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিং রজার। বুধবার উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে হেরে যান তিনি। তারপরই টেনিস বিশ্বে জল্পনা, সম্ভবত এবার অবসরের কথা ভাববেন সুইস কিংবদন্তি।
যদিও, ফেডেরার নিজে বলছেন, অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনি তাড়াহুড়ো করতে চান না। আর উইম্বলডনে এটাই শেষ ম্যাচ কিনা, সেটাও তাঁর জানা নেই।
হুবের্ট বলেছিলেন যে, ফেডেরার তাঁর আইডল। সেই আইডলকে হারিয়েই উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন তিনি। এবং তাঁর এটাই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা। বলছিলেন, “ফেডেরারের সঙ্গে খেলাটাই আমার কাছে সুপার স্পেশ্যাল। তার উপর উইম্বলডনে ফেডেরারের মতো কিংবদন্তি তারকাকে হারানো। ব্যাপারটা অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা।”
বুধবার বের্ট হুরকাজের ৬-৩, ৭-৬, ৬-০ গেমে হেরে উইম্বলডন থেকে বিদায় নিলেন ফেদেরার।
কিছুদিন পরেই ৩৯ পেরিয়ে ৪০-এ পা দেবেন রজার। বেশ কিছুদিন ধরেই তাঁর অবসর নিয়ে জল্পনা চলছে।