বন্ধ হয়ে যাওয়া টুইটার অ্যাকাউন্টটি ফিরে পেলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) থেকে সাবেক এই প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট সচল অবস্থায় দেখা যাচ্ছে।
ইলন মাস্ক এই বিষয়ে একটি জরিপের পরে ‘ট্রাম্পকে টুইটারে পুনর্বহাল করা হবে’ বলে টুইট করেন। বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট দৃশ্যমান হয়েছে।
ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হবে কিনা জরিপে ১৫ মিলিয়নেরও বেশি লোক ভোট দেন। যেখানে ৫১ দশমিক ৮ ভোট পক্ষে পড়ে।
এর মধ্যে নিষিদ্ধ ও স্থগিত কয়েকটি বিতর্কিত অ্যাকাউন্ট ফেরত দিয়েছে টুইটার। এসব অ্যাকাউন্টের মধ্যে রয়েছে ব্যঙ্গাত্মক ওয়েবসাইট বেবিলন বি এবং কৌতুক অভিনেতা ক্যাথি গ্রিফিনের অ্যাকাউন্ট।
টুইটার কিনতে চুক্তিতে উপনীত হওয়ার পথে গত মে মাসে মাস্ক বলেন, আনুষ্ঠানিকভাবে টুইটারের মালিক হওয়ার পর তিনি ট্রাম্পের ওপর থাকা এই নিষেধাজ্ঞা তুলে নেবেন। ট্রাম্পকে তার টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেবেন।
অবশ্য ট্রাম্প তখন বলেছিলেন, অ্যাকাউন্ট পুনর্বহাল করা হলেও তিনি আর এই প্ল্যাটফর্মে ফিরবেন না। তিনি তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ মাধ্যমে থাকবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে গত বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের উগ্র সমর্থকেরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালান। এ হামলায় উসকানির অভিযোগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে টুইটারে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। টুইটারের পাশাপাশি ফেসবুক-ইনস্টাগ্রামেও নিষিদ্ধ হন ট্রাম্প।
গত ২৭ অক্টোবর ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের মালিকানা কিনে নেন যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এরপর তিনি কোম্পানিটির প্রধান নির্বাহী (সিইও) হিসেবেও দায়িত্ব গ্রহণ করেন।
মালিকানা নেওয়ার পরপরই টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দেন মাস্ক। পাশাপাশি কোম্পানির বিভিন্ন নির্বাহী পদে থাকা কর্মকর্তাসহ ব্যাপক কর্মী ছাঁটাই শুরু করেছেন তিনি। এতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।