টি-২০ রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি ও রোহিত শর্মা

0
47
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শার্মা

ইংল্যান্ডের বিপক্ষে কিছুদিন আগে শেষ হলো টেস্ট সিরিজ। আজ শুক্রবার (১২ মার্চ) শুরু হতে যাচ্ছে টি-২০ সিরিজ। যাকে অনেকেই দুই দলের অনুশীলন হিসেবে আখ্যা দিতে চাইছেন। এর কারণ এ বছরের টি-২০ বিশ্বকাপের আয়োজক ভারত।

শুরু হতে যাওয়া এই সিরিজে টি-২০ রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শার্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে আর ৭২ রান করতে পারলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন বিরাট। আর এই মাইলস্টোন ছুঁতে পারলে প্রথম আন্তর্জাতিক ব্যাটসম্যান হিসেবে তিনটি ফর্ম্যাটেই ৩০০০ রানের মালিক হবেন ভারত অধিনায়ক।

এখানেই শেষ নয়। ব্যাট হাতে আর মাত্র ১৭ রান করলে আরও একটি নজির অপেক্ষা করছে বিরাটের। রিকি পন্টিং এবং গ্রাহেম স্মিথের পর তৃতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের নজির স্পর্শ করবেন বিরাট। তবে বিরাট একা নন, বেশ কিছু নজির অপেক্ষা করে রয়েছে কোহলির সহ-অধিনায়কের জন্যেও।

টি-টোয়েন্টিতে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করার হিসাবে কিছুটা পিছিয়ে থাকলেও রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে টপকে যেতে পারেন টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রহের তালিকায় দ্বিতীয়স্থানে থাকা মার্টিন গাপটিলকে। সেক্ষেত্রে রোহিত শর্মার চাই আর ৬৭ রান। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ছক্কা হাঁকানোর নিরিখেও কিউয়ি ওপেনারকে ছাপিয়ে যেতে পারেন তিনি। মার্টিন গাপটিলের সর্বাধিক ১৩৯টি ছক্কার রেকর্ড পার হতে রোহিতের প্রয়োজন আর ১৩টি ছক্কা।