বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা

0
42
টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা

আগামী ১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আসর। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল ঘোষণা করা হয়েছে। এছাড়া সংরক্ষিত তালিকায় আছেন আরও দুইজন ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডঃ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

গ্রুপ “বি” তে বাংলাদেশের সাথে খেলবে  স্কটল্যান্ড, পাপুয়া, নিউগিনি ও ওমান। আর গ্রুপ “এ” তে আছে— শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। 

১৭ অক্টোবর প্রথম দিনেই বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং স্কটল্যান্ড।