
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছে আওয়ামী লীগ। এর মাধ্যমে দলটি টানা চতুর্থবার ক্ষমতায় আসতে যাচ্ছে।
নির্বাচনে ২৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করলেও ২২৩টি আসন জয়ী হয়েছেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করা আওয়ামী লীগ প্রার্থীরা। উৎসব-উৎকণ্ঠার এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ২টি আসন পেয়ে জয়ী হয়েছে। আর একটি আসনে নির্বাচন স্থগিত রয়েছে।
গত দুই সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি এবার পেয়েছে মাত্র ১১টি আসন। যে ২৬টি আসনে তারা আওয়ামী লীগের কাছে ছাড় পেয়েছিল তার অনেকগুলোতেই জামানত হারিয়েছে।
এর বাইরে আওয়ামী লীগেরই নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ ও ওয়ার্কার্স পার্টি একটি করে আসন পেয়েছে। এছাড়া বিএনপি জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।
এদিকে আজ (সোমবার) বিকেল সাড়ে তিনটায় সাংবাদিক ও গণমাধ্যমের সঙ্গে গণভবনে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।