আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে দুজনের। তারা হলেন- গত বিপিএল কাঁপানো মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী। তবে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
ম্যাচের আগে জানা যায়, তার খেলা হচ্ছে না। বুধবার অনুশীলন করার সময় আঙুলে চোট পান মুশফিক। শততম টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বাড়ল তার।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত
উইকেট নিয়ে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, উইকেট ভালো মনে হয়েছে। আগে ব্যাট করতে পারলে স্কোরবোর্ড সমৃদ্ধ হবে। সে জন্যই আগে ব্যাটিং করা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। টি-টোয়েন্টি সিরিজেও লক্ষ্য ট্রফি উঁচিয়ে ধরা। অন্যদিকে ওয়ানডের বদলা নিতে প্রস্তুত আফগান শিবির।