ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের। টসে হেরে তাই আগে ব্যাট করতে নামবে পাকিস্তান। পাকিস্তান আর ইংল্যান্ডের মধ্যকার খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত তার ঠিক পরের আসরে (২০১০) শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড। অর্থাৎ দুই দলের সামনেই এবার দ্বিতীয় শিরোপার হাতছানি।
পাকিস্তান একাদশঃ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শান মাসুদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ ও ওয়াসিম জুনিয়র।
ইংল্যান্ড একাদশঃ
জশ বাটলার, এলেক্স হেলস, ফিলিপ সল্ট, হ্যারি ব্রক, মইন আলি, লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও আদিল রাশিদ।