ঝুম বৃষ্টিতে মেতেছে রাজধানী ঢাকা

0
13

সকাল থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ঝুম বৃষ্টি। মেঘের গর্জন আর বৃষ্টির শব্দে প্রকৃতি বুনেছে এক অনন্য সৌন্দর্যের উপমা। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিও বেড়েই চলছে থামার যেন নাম নেই।

এদিকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীসহ জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ। তবে বৃষ্টির কারণে গরম কমেছে। এতে স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী।

গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) অবশ্য ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছিল আবহাওয়া অফিস।

সতর্কবাণীতে বলা হয়, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।