ঝিনাইদহে অন্ধ ঘোড়া জবাই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

0
12
অন্ধ ঘোড়া
ঝিনাইদহে অন্ধ ঘোড়া জবাই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ঝিনাইদহে একটি বেওয়ারিশ অন্ধ ঘোড়া জবাই করে কে বা কারা মাংশ নিয়ে গেছে। রোববার ঘোড়ার চামড়া ও মাথা পড়ে থাকার বিষয়টি জানাজানি হয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এমন চঞ্চল্যকর ঘটনা ঘটেছে । স্থানীয় ব্যবসায়ী কয়েকজন জানান প্রায় পাঁচ-ছয় মাস ধরে অন্ধ এই ঘোড়াটি বাজারে ঘুরে বেড়াতো। দিনের বেশির ভাগ ঘোড়াটি বেশির ভাগ সময় হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চরে বেড়াতো।

কিন্তু শনিবার রাতে কে বা কারা অন্ধ ঘোড়াটি জবাই করে মাংশ ছাড়িয়ে নিয়ে গেছে। স্কুল মাঠে ঘোড়ার চামড়া, মাথা ও ভুঁড়ি স্কুল পড়ে আছে। ব্যবসায়ীদের ধারণা ঘোড়াটি জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে কেউ নিয়ে যেতে পারে।

ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘোড়া জবাই করার বিষয়টি তিনি লোকমুখে শুনেছে। তবে ঘোড়ার মাংশ মানুষের খাওয়ার উপযোগী নয়, এটা মুসলিমদের জন্য হারাম। কারণ ঘোড়ার মাংশে মাত্রাতিরিক্ত অ্যাসিড থাকে। ফলে ঘোড়ার মাংশ খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

স্থানীয় হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সাত্তার জানান, একটি চক্র রাতের আঁধারে ঘোড়াটি জবাই করে মাংশ নিয়ে গেছে। ফেলে রেখে গেছে কাটা মাথা ও চামড়া। অন্ধ ঘোড়াটির এই পরিণতি ও ঘোড়ার মাংস বিক্রির আশঙ্কায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

ঝিনাইদহ প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.