
টানা তিন ম্যাচে জয়ে কোপা আমেরিকার গ্রুপ ‘বি’ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। তাই কোচ তিতে ইকুয়েডরের বিপক্ষে একাদশে কয়েকটি পরিবর্তন আনেন। নেইমারকে মাঠেই নামাননি তিনি। প্রথম একাদশে সুযোগ পান গ্যাব্রিয়েল বারবোসা, এভার্টন, ডগলাস লুইস, ফ্যাবিনহোর মতো ফুটবলাররা।
পয়েন্ট ভাগাভাগি করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইকুয়েডর। টানা ১১ ম্যাচ পর জিততে পারল না ব্রাজিল। ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়।
গ্রুপের অন্য ম্যাচে একই সময়ে খেলতে নামা ভেনেজুয়েলা ১-০ গোলে পেরুর বিপক্ষে হেরে বিদায় নিয়েছে। এই গ্রুপে অন্য দল হিসেবে শেষ আটে জায়গা পেয়েছে কলম্বিয়া।
৪ ম্যাচের ১০ পয়েন্ট পাওয়া ব্রাজিল সবার ওপরে। পেরুর ৭ পয়েন্ট। কলম্বিয়ার ৪ ও ইকুয়েডরের ৩ পয়েন্ট। বাদ পড়া ভেনেজুয়েলার সংগ্রহ ২ পয়েন্ট।