জো বাইডেন আবারও করোনায় আক্রান্ত

0
71
বাইডেনকে হত্যার হুমকিদাতা গুলিতে নিহত
বাইডেনকে হত্যার হুমকিদাতা গুলিতে নিহত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত ২১ জুলাই ৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হন।

শনিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার বাইডেন জানান, তিনি করোনার লক্ষণগুলো অনুভব করছেন না। তবে চারপাশের সকলের সুরক্ষার জন্য আইসোলেশনে থাকবেন। তিনি গত মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার পরীক্ষা করেছিলেন। প্রত্যেকবাই তা নেগেটিভ আসে।

হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, করোনা পজিটিভ হওয়ায় তার উইলমিংটন ও মিশিগান সফর বাতিল করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও শুক্রবার তিনি কোনো অনুষ্ঠানে অংশ নেননি।

সূত্র : রয়টার্স