রাজধানীর বনশ্রী আবাসিক এলাকার মেরাদিয়া বাজারে একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ১১টা ৫ মিনিট থেকে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর আসে কন্ট্রোল রুমে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে ১১টা ৫ মিনিট থেকে।
আগুন নিয়ন্ত্রণে এলে পরে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো সম্ভব হবে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।