জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের তিন সংস্করণের দল ঘোষণা

0
26
ফাইল ফটো
ফাইল ফটো

একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল। ১ টেস্ট, তিন ওয়ানডে ও তিন  টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। জুলাই মাসের এই সিরিজকে সামনে রেখে তিন ফরম্যাটের জন্য তিনটি দল ঘোষণা করেছে বিবিসি। 

২৯ জুন ঢাকা ত্যাগ করার কথা রয়েছে টাইগারদের। টেস্ট ও ওয়ানডে দল করা হয়েছে ১৭ সদস্যের। টি-টোয়েন্টি দল ১৬ সদস্যের। তিনটি দলেই রয়েছে সাকিব আল হাসান। টি-টোয়েন্টি দলে নতুন মুখ শামিম হোসেন। টি-টোয়েন্টি সিরিজে খেলবে না মুশফিকুর রহিম।

আর দীর্ঘদিন পর দলে জায়গা পেয়েছেন আমিনুল ইসলাম। ক্রিকেটে তিন ফরম্যাটেই ফিরছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। 

সফরটি শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। চলবে ৭-১১ জুলাই পর্যন্ত। 

১৬ তারিখে সিরিজে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার একদিন পরপর বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারাতে ক্রিকেট গ্রাউন্ডে।

টেস্ট দল

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল ইসলাম শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

ওয়ানডে দল

তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নাজমুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তিফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি দল

মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।