অর্থ পাচার মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ ৮ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকালে আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা যুবলীগের বহিষ্কৃত এই নেতার পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা-৬ বিশেষ আদালতের বিচারক আল আসাদ মো. আরিফুজ্জামান আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে সম্রাট আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে ২২ আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদেশে উল্লেখ ছিল, সম্রাটকে তার পাসপোর্ট জমা দিতে হবে। আর জামিনের মেয়াদ হবে মামলার পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত।