জাবিতে বসন্তবরণ ও মমতাজ মেহেদী উৎসব উদযাপিত

0
59

পহেলা ফাল্গুনে বসন্তবরণ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন এক্সপ্লোরার্স ক্লাবের উদ্যোগে বসন্ত উদযাপনে দিনব্যাপী মেহেদী ও ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে প্রোগ্রামটি শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান।

অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন প্রফেসর ড.মোজাম্মেল হক।

দিনব্যাপী এ অনুষ্ঠানে মেহেদী উৎসব, ঘুড়ি উৎসব,খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্হিত ছিল।

প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক ও ক্লাবের উপদেষ্টা তুলি গুহ মজুমদার বলেন, আমরা প্রতিবছর বসন্ত কে বরণ করে নিতে এ ধরনের ব্যতীক্রমী অনুষ্ঠান আয়োজন করে থাকি। ভবিষ্যতে আর বড় পরিসরে এই অনুষ্ঠান আয়োজন করতে চাই।

ক্লাবের সাধারণ সম্পাদক শাকিল বলেন, প্রতিবারই মমতাজ হারবাল প্রোডাক্টস আমাদের সহযোগিতা করে এই অনুষ্ঠান আয়োজন করতে।সে মমতাজ হারবাল প্রোডাক্টস কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ প্রোগ্রামে সার্বিকভাবে সহযোগিতা করেছেন মমতাজ হারবাল প্রোডাক্টস।

উল্লেখ্য যে, এক্সপ্লোরার্স -জাবি বিভিন্ন সময়ে সমাজের দুস্হ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন ঐতিহ্য স্হানসমূহে ভ্রমণ করে ঐতিহ্য সচেতন তরুণ সমাজ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে