জাতিসংঘের সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের টিকাগ্রহণের প্রমাণ চায় নিউইয়র্ক কর্তৃপক্ষ

0
29
এন্টোনিও গুতেরেস
জাতিসংঘের সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের টিকাগ্রহণের প্রমাণ চায় নিউইয়র্ক কর্তৃপক্ষ

কয়েকদিন পরেই জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন। সেই সম্মেলনে অংশগ্রহনের আগে রাষ্ট্রপ্রধানদের টিকাগ্রহণের প্রমাণ চায় নিউইয়র্ক কর্তৃপক্ষ। 

তবে জাতিসংঘ সাধারণ পরিষদের হলরুমে তাদের পৌঁছাতে হলে করোনাভাইরাসর টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে বলে জানিয়েছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের প্রধান এন্টোনিও গুতেরেস বলেছেন, কোনো রাষ্ট্রপ্রধানকে আমরা বলতে পারি না যে, টিকা নেওয়া না থাকলে তিনি জাতিসংঘে প্রবেশ করতে পারবেন না। 

জানা গেছে, নিউইয়র্ক সিটির কর্মকর্তারা জাতিসংঘকে জানিয়েছেন- সাধারণ পরিষদের হলরুমে প্রবেশের জন্য জাতিসংঘ প্রাঙ্গণে প্রবেশকারীদের অবশ্যই টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে। এটিই সেই শহরের নিয়ম।

গুতেরেস বলেন, আমাদের টিকা নেওয়া লোক সবচেয়ে বেশি কীভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে শহর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। নিউইয়র্ক মেয়রের কার্যালয় আমাদের টিকা দেওয়ার ক্ষমতা দিয়েছে। তাই আগত লোকজন জাতিসংঘেই টিকা নিতে পারবেন।

তিনি আরো বলেছেন, এখানে আসা কূটনীতিকদের কতজন টিকাগ্রহীতা হতে পারেন, তা বিশ্বজুড়ে টিকা বিতরণে অসমতার একটি প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে। তার প্রত্যাশা, নিউইয়র্কে যাওয়া বেশিরভাগ প্রতিনিধিই টিকা নেওয়া থাকবেন।