জয়াপ্রদাকে ৬ মার্চের মধ্যে আদালতে হাজির করানোর নির্দেশ

0
18
জয়াপ্রদা
জয়াপ্রদাকে ৬ মার্চের মধ্যে আদালতে হাজির করানোর নির্দেশ

আগামী ৬ মার্চের মধ্যে অভিনেত্রী-রাজনীতিবিদ জয়াপ্রদাকে আদালতে হাজির করানোর নির্দেশ। বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও আদালতে হাজিরা না দেয়ায় জয়াপ্রদাকে ‘নিখোঁজ’ ঘোষণা করল আদালত।

এমপিএমএলএ স্পেশ্যাল কোর্টের তরফে জানা গিয়েছে, একটি মামলায় নির্দেশ থাকা সত্ত্বেও পর পর দু’বার আদালতে হাজিরা দেননি তিনি। আগামী ৬ মার্চের মধ্যে তাঁর হাজিরা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে ওই বিশেষ আদালত।

এমপিএমএলএ স্পেশ্যাল কোর্টের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালে লোকসভা ভোটের সময় নির্বাচন প্রক্রিয়া চলাকালীন নিয়ম লঙ্ঘন করেছেন জয়াপ্রদা। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হলেও আদালতে হাজির হননি তিনি।

এমপিএমএলএ স্পেশ্যাল কোর্টের তরফে শোভিত বনসলের নির্দেশে পুলিশকে একটি বিশেষ দল তৈরি করতে বলা হয়। ৬ মার্চের মধ্যে জয়াপ্রদা যেন আদালতে হাজিরা দেন তা নিশ্চিত করতেই এই বিশেষ দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রঃ আনন্দবাজার