জকোভিচকে হারিয়ে ইতালিয়ান ওপেনের শিরোপা নাদালের

0
30
রাফায়েল নাদাল
রাফায়েল নাদাল

রোমে ইতালিয়ান ওপেনের ফাইনালে পুরুষ এককের নাম্বার ওয়ান জকোভিচকে ৭-৫, ৬-১, ৬-৩ সেটে হারিয়ে শিরোপা জয় করেন নাদাল। ইতালিয়ান ওপেনে স্প্যানিশ তারকা নাদালের এটি দশম শিরোপা।

ম্যাচের শুরুতে দুজনেই নার্ভাস ছিলেন, প্রথম সেটে ৫-৫ পয়েন্ট সমতা থাকা অবস্থায় জকোভিচের সার্ভিস ব্রেক করে এগিয়ে যান নাদাল। ২য় এবং ৩য় সেটে আর পেরে উঠেননি নাম্বার ওয়ান তারকা জকোভিচ।

মুখোমুখি লড়াইয়ে জকোভিচ এখনো এগিয়ে আছেন। এ নিয়ে ৫৭ বার মুখোমুখি হন এই দুই তারকা, ২৯ জয় জকোভিচের এবং ২৮ জয় নাদালের।