রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত কয়েকদিন ধরেই সারা দেশে ঝড়-বৃষ্টি হচ্ছে। হঠাৎ করেই মেঘে ঢেকে যাচ্ছে আকাশ, এরপরই শুরু হচ্ছে ঝড়, সঙ্গে বৃষ্টি। আবার কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যাচ্ছে আবহাওয়া। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হচ্ছে। গত কয়েকদিন ধরে ঢাকায় সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহীর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।