
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী মোল্লা পাড়ায় কোচিং সেন্টারে শিক্ষক-ছাত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। অভিযুক্ত ওই শিক্ষকের নাম হায়দার আলী। তিনি খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।
এলাকাবাসী ও পুলিশ জানায়, খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক হায়দার আলী (৬০) সরকারি নির্দেশনা অমান্য করে মোল্লা পাড়ায় মুকুল মোল্লার বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে কোচিং বানিজ্য চালিয়ে আসছিল।
সোমবার সকাল ৯টার দিকে ছাত্র-ছাত্রীদের পড়ানোর এক পর্যায়ে নিজের স্কুলের এসএসসি পরিক্ষার্থী এক ছাত্রীকে নিয়ে পাশের কক্ষে যান। পরে তাদের বের হতে দেরি দেখে অন্য ছাত্র-ছাত্রীরা সেখানে উঁকি দেয়। এসময় তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে কক্ষটিতে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা।
বিষয়টি জানতে পেরে বিক্ষুব্দ এলাকাবাসী সেখানে গিয়ে শিক্ষকের ওপর চড়াও হয়। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য হাসমত আলী ওই শিক্ষক ও ছাত্রীকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেন। এরপর বিক্ষুব্দ এলাকাবাসী শিক্ষক হায়দার আলীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অনিক আহমেদ ফিরোজ এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অনিক আহমেদ ফিরোজ জানান, ঘটনাটি আসলেই নিন্দনীয়। আমরাও ঘটনা জেনে হতাশ হয়েছি। এ ঘটনায় শিক্ষক হায়দার আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক হায়দার আলীর ব্যবহৃত মোবাইলে বারবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এনায়েতপুর থানার এসআই আব্দুল লতিফ জানান, এলাকাবাসী যে অভিযোগ করেছে প্রাথমিকভাবে তার প্রমাণ পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।