চীন থেকে বাংলাদেশ সরকারের কেনা ১০ লাখ ডোজ টিকা শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চীন থেকে ১০ লাখ ডোজ টিকা রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছেছে। বাকি ১০ লাখ ডোজ টিকা রাত ৩টার দিকে পৌঁছাবে।
চুক্তি অনুযায়ী, সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসবে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। ইতোমধ্যে চলতি মাসের শুরুতে চুক্তির ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে।