জাতীয় দৈনিক আরব নিউজ এর তথ্য অনুযায়ী, চীনা দুই করোনা টিকা সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দিয়েছে সৌদি আরব। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
এর আগে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ৪ টি করোনা টিকা অনুমোদন দিয়েছিল সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ। সেগুলো হলো – অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না।
সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দেওয়ায় দেশটিতে অনুমোদিত টিকার সংখ্যা পৌঁছাল ছয়ে। মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ এই অনুমোদন দেয় বলে জানিয়েছে আরব নিউজ।
২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে হজ ও ওমরাহ স্থগিত রেখেছিল সৌদি আরব। তারপর চলতি বছর শুধুমাত্র নিজ দেশের টিকার ডোজ সম্পূর্ণ করা নাগরিকদের হজের পালনের অনুমোদন দেয় দেশটির সরকার।
তারপর আগস্টের প্রথম দিকে সৌদি সরকার ঘোষণা করে- বাইরের বিভিন্ন দেশের যেসব নাগরিক ২০২১ সালে ওমরাহ পালনে ইচ্ছুক, তারা ৯ আগস্ট থেকে আবেদন করতে পারবেন।
ঘোষণায় আরও বলা হয়, আবেদনকারীদের অবশ্যই টিকার ডোজ সম্পূর্ণ করতে হবে এবং সৌদি আরব যেসব টিকার অনুমোদন দিয়েছে, সেসবের ডোজ নেওয়া আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।