চালের বাজারে অস্থিরতা

0
59
চালের বাজারে অস্থিরতা
চালের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গেল চার দিনে পাইকারিতে সব ধরনের ৫০ কেজি চালের বস্তা ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এর ফলে বেড়েছে খুচরা বাজারে চালের দাম। খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে তিন থেকে ১০ টাকা পর্যন্ত।

বাজারে মোটা চালের কেজি বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকায়। বিআর-২৮ জাতীয় চাল ৫৮ থেকে ৬০, মিনিকেট ৭০ থেকে ৭৫ এবং নাজিরশাইল চাল ৭৫ থেকে ৯০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের।

দাম বাড়ার তালিকায় আরও রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, লবণ। দু’দিনের ব্যবধানে আরও বেড়েছে আদা ও রসুনের দাম। কেজিতে ২০ টাকা বেড়েছে আমদানি করা আদার দাম। এ মানের আদা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। রসুনের দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত।

দেশি রসুন ৭০ থেকে ৭৫, আমদানি করা রসুন ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক দিনের ব্যবধানে পেঁয়াজ কেজিতে পাইকারি পর্যায়ে বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা। আর খুচরায় বেড়েছে ১০ টাকা পর্যন্ত। খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা দরে।

আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা দরে। এতদিন ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও কেজিতে তিন টাকা বেড়ে লবণের কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩৮ টাকা দরে।