চার দশক পর তুরস্ককে হারাল ওয়েলস

0
48

ইউরো বা বিশ্বকাপ এবারই প্রথম মুখোমুখি হলো তুরস্কক এবং ওয়েলস। ইউরো কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে তুরস্কের মাঠে খেলতে গিয়েছিল ওয়েলস। 

ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েলসের কাছে  ২-০ গোলে ম্যাচ  হেরে টুর্নামেন্ট থেকে অনেকটাই ছিটকে গেল তুরস্ক। 

বুধবার আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের প্রথম সাফল্য আসে ৪২ মিনিটে। ওয়েলসের হয়ে দুর্দান্ত দক্ষতায় গোল করেন অ্যারন রামসে। প্রথমার্ধে আরও গোলের সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে ব্যর্থ হয় গ্যারেথ বেলের দল। অন্যদিকে প্রথম ৪৫ মিনিটে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে তুরস্কও। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ওয়েলস।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ওয়েলসের তারকা ফুটবলার গ্যারেথ বেল। তবে ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহুর্তে গোল করে ওয়েলসের জয় নিশ্চিত করেন কনর রবার্টস।

এই জয়ে দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থানে অবস্থান করছে ওয়েলস। দুই ম্যাচ হেরে কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি তুরস্ক।  

গ্রুপের শেষ ম্যাচে আগামী রোববার ইতালির মুখোমুখি হবে ওয়েলস। একই দিনে সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে তুরস্ক।