চাকা ফেটে উল্টে গেলো যাত্রীবাহী বাস

0
50
চাকা ফেটে উল্টে গেলো যাত্রীবাহী বাস
চাকা ফেটে উল্টে গেলো যাত্রীবাহী বাস

চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলো পদ্মা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস। ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে বাঁচলো অন্তত ৪০জন যাত্রী। তাদের সবাই আঘাত প্রাপ্ত হয়েছেন। গুরুতর আহত হয়েছে ৭ জন।

বুধবার সকাল ১০টায় কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর এলাকায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, বাসটি ভোরে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্য ছেড়ে আসে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বাসে থাকা ৭ জন যাত্রী আহত হয়। তাদেরকে নিকটস্থ কুমিল্লা ইস্টার্ন মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধারে রেকার পাঠিয়েছি। ঘণ্টাখানেক সময় লাগবে। এ ঘটনায় এখনও কেউ নিহতের খবর পাইনি।