ঈদের আগের দিন রাত ৯টা ৪৫ মিনিটে দেশটিভিতে প্রচারিত হবে মমতাজ মেহেদীর সৌজন্যে সেলিব্রিটি-শো “পূর্ণিমার আলো”। এতে পূর্ণিমার অতিথি থাকবেন তারকা দম্পতি চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফরিদা লিমা।
আসছে ঈদকে কেন্দ্র করে প্রচার হবে বিশেষ পর্ব।
পূর্ণিমা এ প্রসঙ্গে জানান, ‘আমার ভিষণ প্রিয় দুজন সানী ভাই ও মৌসুমী আপু। তারা আমার সহকর্মী দীর্ঘদিনের, আমার পরিবারের সদস্যও। চাঁদরাতের পর্বে অতিথি হিসেবে তাদের পেয়ে ভালো লাগছে। আশা করছি দর্শকের খুব সুন্দর সময় কাটবে আমাদের সঙ্গে।’
চিত্রনায়ক ওমর সানী দর্শকের উদ্দেশ্যে বলেন, ‘চাঁদরাতে দেখা হচ্ছে দেশ টিভিতে আমাদের তিনজনের সাথে মমতাজ মেহেদীর সৌজন্যে সেলিব্রিটি-শো “পূর্ণিমার আলোতে।’