চাঁদপুরের কচুয়া উপজেলায় বাসচাপায় তিন শিক্ষার্থী নিহত

0
44
চাঁদপুরের কচুয়া উপজেলায় বাসচাপায় তিন শিক্ষার্থী নিহত
চাঁদপুরের কচুয়া উপজেলায় বাসচাপায় তিন শিক্ষার্থী নিহত

চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। হতাহতদের প্রত্যেকেই অটোরিকশার যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কড়ইয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উর্মি মজুমদার উমা (২৪), উপজেলার দোয়াটি এলাকার মৃত রাজকুমারের মেয়ে ও মাহাবুব আলম (২২), কোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং সাদ্দাম হোসেন, নিশ্চিন্তপুরের মোনাত মিয়ার ছেলে। তারা কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের পরীক্ষার্থী ছিলেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি কচুয়া থেকে হাজীগঞ্জ যাচ্ছিল। কচুয়া-হাজীগঞ্জ সড়কের কড়ইয়া বিশ্বরোড এলাকায় লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এ সময় আহত হন অটোরিকশাচালকসহ দুজন।

স্থানীয়রা আহতদের চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়া পথে আসিফ নামে আরেক পরীক্ষার্থী মারা যায়।