চলতি মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে

0
58
চলতি মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে
চলতি মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে

এ মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চেয়েছেন বিশ্ববিদ্যালয় গুলোতে পূর্ণাঙ্গরূপে ক্লাস চালু করতে বিলম্ব কেন হচ্ছে? জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীকে জানান, দেশের বিশ্ববিদ্যালয় গুলো চলে তাদের নিজস্ব আইনে, সেক্ষেত্রে তাদের একটা বিষয় আছে। তারপরও চলতি মাসের মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে যাবে বলে আশা করছি। করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলো ব্যবহার অনুপোযোগী পড়েছে বলেও প্রধানমন্ত্রীকে জানান শিক্ষামন্ত্রী।’

সচিব বলেন, ‘শিক্ষামন্ত্রী জানিয়েছেন, হলগুলোতে শিক্ষার্থীদের বইপত্র, চেয়ার-টেবিলও নষ্ট হয়েছে। সেগুলো রিপেয়ারসহ সবধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। এছাড়া, বড় কোনো বিপর্যয় না ঘটলে ঘোষিত তারিখ অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

প্রধানমন্ত্রী ১৮ বছরের কম বয়সীদের করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বলে জানান সচিব।