টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি তৃতীয় ম্যাচে বাংলাদেশ হেরে সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয় নিউজিল্যান্ডকে।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিং পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে শুরুতে ব্যাটিং করবে নিউজিল্যান্ড।
চতুর্থ টি-টোয়েন্টি দুই দলের একাদশ :
টি-টোয়েন্টি বাংলাদেশ দল:
মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
টি-টোয়েন্টি নিউজিল্যান্ড দল:
রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার ), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকোনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট।