চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ

0
155
চট্টগ্রাম-কক্সবাজারসহ চার জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
চট্টগ্রাম-কক্সবাজারসহ চার জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। এতে মহাসড়কে যান বন্ধ রাখা হয়েছে। ফলে চট্টগ্রামের সঙ্গে বান্দরবান ও কক্সবাজারের যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) ভোর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল করা সম্ভব হচ্ছে না।

বান্দরবান থেকে নেমে আসা সাংগু ও ডলু নদীর ঢল এবং কয়েকদিনের টানা বৃষ্টিপাতে চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার বিভিন্ন আঞ্চলিক সড়ক ডুবে গিয়ে যোগাযোগ বন্ধ হয়েছে। ডুবে গেছে একতলা বাড়িও। এছাড়া বিদ্যুৎ সংযোগ না থাকা এবং নেটওয়ার্ক সমস্যা তৈরি হওয়ায় ওই এলাকার লোকজন মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।

এক টানা বৃষ্টির সঙ্গে প্রবল জোয়ারের কারণে বন্যার পানি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের তরফ ধেকে পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের মধ্যে কোথাও কোথাও চাল ও খাবার বিতরণ করা হচ্ছে।