চকরিয়ায় দ্রুতগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই ২ আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের কাছে আমতলী এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন- বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের খরপাইন ঝিরি গ্রামের আবু মুছার ছেলে হাফেজ মো: ইসমাইল সিদ্দিকী (৩৮) ও আমতলী এলাকার মো: বশির আলমের ছেলে মো: আরমান শাকিল (২৪)।
বাসটি জব্দ করা হয়েছে। ওই বাসের কোনো যাত্রী হতাহত হয়নি বলে জানান তিনি।