গয়হাটায় শত বছরের পুরানো ঐতিহ্যবাহী নৌকার হাট

0
32
গয়হাটায় শত বছরের পুরানো ঐতিহ্যবাহী নৌকার হাট
গয়হাটায় শত বছরের পুরানো ঐতিহ্যবাহী নৌকার হাট

গত কয়েক দিনে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটায় শত বছরের পুরানো ঐতিহ্যবাহী নৌকার হাটে আসতে শুরু করেছে বিভিন্ন আকৃতির নৌকা। 

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার একপাশ দিয়ে যমুনা অন্যপাশ দিয়ে যমুনার শাখা নদী ধলেশ্বরীসহ বয়ে গেছে ছোট-বড় বেশ কয়েকটি নদী। বর্ষার মৌসুম শুরু হতেই  নিম্নাঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী চলাচলের যান হিসেবে  নৌকার উপর নির্ভরশীল হয়ে উঠে। 

নৌকার কাঠামো তৈরিতে মেহগনি, কড়ই, আমচাম্বল ও রেন্ডি কাঠের ব্যবহার সবচেয়ে বেশি হয়ে থাকে। প্রতিটি নৌকার মান ও আকার ভেদে বিক্রি হচ্ছে। একেকটি নৌকা ৪ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়। তবে এ বছর নৌকার দাম নিয়ে ক্ষোভ রয়েছে ক্রেতাদের মধ্যে।

পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার চোহালী, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন চরাঞ্চল হওয়ায় এসব নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষ সাধ্যের মধ্যে নৌকা কিনতে এ হাটে ছুটে আসছে। আর এসব নিম্নাঞ্চলের মানুষের মালামাল পরিবহন ও যাতায়াতের একমাত্র বাহন হয়ে উঠেছে নৌকা।

তবে লকডাউনের কারণে এ বছর  বিক্রি  কমেছে নৌকার হাটে।