![ছয় দিনের আল্টিমেটাম ইমরান খানের ছয় দিনের আল্টিমেটাম ইমরান খানের](https://oporazoya24.com/wp-content/uploads/2022/05/Untitled-4-5-696x355.png)
সরকারবিরোধী আন্দোলনকে ঘিরে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে যেকোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে।
নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের মিডিয়া এ খবর প্রকাশ করেছে। এদিকে আজ বুধবার পিটিআইয়ের ‘আজাদি মার্চ’ ভণ্ডুল করে দিতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
ইমরান খান দাবি করেছিলেন তার লং মার্চ বা ‘আজাদি মার্চ’ হবে পাকিস্তানের ইতিহাসে ‘বৃহত্তম’। তবে নিরাপত্তা বাহিনীর উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের কয়েকটি মিডিয়ার খবরে বলা হয়েছে, ইমরানের আন্দোলন ভণ্ডুল করে দিতে তাকে ও তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হতে পারে।
এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দি নিউজ জানায়, ইমরানের লংমার্চ ভণ্ডুল করতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সরকার ইতোমধ্যেই লং মার্চ নিষিদ্ধ করেছে। তাছাড়া লাহোর, করাচি, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজধানীগামী সকল রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি ইসলামাবাদের রেড জোনের নিরাপত্তা সুরক্ষিত রাখতে সরকার পাকিস্তান সেনাবাহিনীকেও তলব করেছে।
জিও টিভি জানায় কেবল লাহোর থেকেই পিটিআইয়ের ১৬২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তবে সরকারের বিরূপ প্রতিক্রিয়া সত্ত্বেও ইমরান খান ও তার নেতারা তাদের কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছে।
সূত্র : দি নিউজ