গ্রামীণফোনের বিরুদ্ধে মামলাঃ বন্য প্রাণী আইনের তিনটি ধারা লঙ্ঘন

0
53
গ্রামীণফোনের বিরুদ্ধে মামলাঃ বন্য প্রাণী আইনের তিনটি ধারা লঙ্ঘন
গ্রামীণফোনের বিরুদ্ধে মামলাঃ বন্য প্রাণী আইনের তিনটি ধারা লঙ্ঘন

“বিজ্ঞাপনে খাঁচায় বন্দি দেশীয় পাখি দেখানোর মধ্য দিয়ে মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন, বন্যপ্রাণী আইন ২০১২ এর তিনটি ধারা লঙ্ঘন করেছে। টিয়া পাখি  প্রদর্শনের অপরাধে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।”

গত বুধবার (৩০ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৮(২), ৪১ ও ৪৬ ধারায় গ্রামীণফোনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করা হয়। 

 বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা বাদী হয়ে এই মামলাটি করেন। 

সাম্প্রতিক গ্রামীণফোনের বিজ্ঞাপনে একটি ছোট মেয়েকে খাঁচাবন্দী দেশীয় পাখি উপহার দিতে দেখা যায়। এরপর থেকে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।