গ্যাস বিস্ফোরণে দুই নারীর মৃত্যু

0
42
গ্যাস সিলিন্ডার
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ

গ্যাস বিস্ফোরণে কানিজ খাদিজা নিপা (৩৯) ও চায়না আক্তার (৪০) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুজন। ঘটনাটি ঘটেছে নারায়নগঞ্জের আড়াইহাজারে একটি বাসায়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, নিপার শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে মারা যান।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে আড়াইহাজারের দীঘিরপাড়ের একটি বাসার চতুর্থ তলায় ঘটনাটি ঘটে। এতে কানিজ খাদিজা নিপাসহ দগ্ধ হন তার মা হাসিনা মমতাজ (৬০), সোহান (৪৫) ও তার স্ত্রী সায়েমা (৪০)।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, নিহত দুই নারীর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালে আনার পর প্রথমে নিপা ও আজ দুপুর ২টার সময় চায়নার মৃত্যূ হয়। এ ছাড়া হাসিনার শরীরের ৫৫ শতাংশ এবং সোহানের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাই খুব আশঙ্কাজনক।