গোপালগঞ্জ-১আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ

0
15
জামায়াতে ইসলামী
গোপালগঞ্জ-১আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত গোপালগঞ্জ-১(মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে চূড়ান্ত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ এর নির্বাচনী প্রচার প্রচারনার কার্যত্রুম শুরু করেছেন।

৯ ফেব্রুয়ারি মুকসুদপুর উপজেলা সদরের একটি মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এরপর বনগ্রাম বাজার, মাটিয়া ব্রিজ বাজার প্রদক্ষিন শেষে লোহাইড় মাদ্রাসায় একটি পথসভা করেন।

প্রচার প্রচারণায় সভায় অংশ নেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর কাশিয়ানী) আসনেরজামাতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সভাপতি, গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, আরবী বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, গোপালগঞ্জ সালেহিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবদুল হামিদ,গোপালগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যাপক আঃ ওয়াহাব মোল্লা, গোপালগঞ্জ বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি আল মাসুদ খান, জেলা সমাজকল্যাণ সম্পাদক ও কাশিয়ানী উপজেলার সাবেক আমির রেজাউল করিম মোল্লা, মুকসুদপুর উপজেলা আমির অধ্যাপক ইমরান সরদার, মুকসুদপুর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবদুল আজিজ, গোপালগঞ্জ জজ কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এপিপি এ্যাডভোকেট সুলাইমান সিদ্দিক বাদল, থানা বায়তুল মাল সম্পাদক ওবায়দুর রহমান, মুকসুদপুর পৌর জামাতে ইসলামীর আমীর কবীর হোসেন ও সেক্রেটারি আবু তালিব ফরাজি শরমি কল্যাণ সম্পাদক আলী আকবর।

এ সময় মাওলানা আব্দুল হামিদ খান তার বক্তব্যে বলেন আপনারা যদি আগামী সংসদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন ইনশাআল্লা আমি আপনাদের পাশে থেকে কাজ করে যাব ও সরকারিভাবে আমাকে দেওয়া সম্মানী ভাতাটাও বিলিয়ে দিব এটাই আমার প্রতিশ্রুতি।

কে এম আবু বক্কার
সিনিয়র স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.