গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন 

0
16

গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মূলত ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশা বাহিত নানা রোগ নিরসনে এ কার্যক্রম।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৩ টায় গোপালগঞ্জ সরকারি শিশু পরিবারে মশক নিধন ওষুধ ফগার মেশিনে করে আবাসন ভবন, খেলাধুলার মাঠ সহ আশপাশের এলাকায় ওষুধ ছিটিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির।

সরকারি- বেসরকারি স্থাপনা, বিভিন্ন স্কুল-কলেজ সহ পৌর এলাকার সকল এলাকায় পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। এ কার্যক্রম শুরুর পূর্বে শিশুসহ উপস্থিত সকলকে নিরাপদ রাখতে মুখে মাস্ক পড়ানো হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুন- অর- রশীদ, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, ডাঃ আনিসুর রহমান, পৌর সচিব মোঃ রকিবুল ইসলাম, কনজারভেন্সি ইন্সপেক্টর ইমরান আলী মোল্লা, পৌর প্রশাসকের সিএ  লাভলু সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।