গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নাসির ও সম্পাদক জুলকদর পুনরায় নির্বাচিত

0
24
গোপালগঞ্জ জেলা
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নাসির ও সম্পাদক জুলকদর পুনরায় নির্বাচিত

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ (২০২৪—২০২৫) এর নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সভাপতি পদে আলহাজ্ব এ্যাডভোকেট এম. এম নাসির আহমেদ ও সম্পাদক পদে আলহাজ্ব এ্যাডভোকেট এম. জুলকদর রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন।

শনিবার (০২ নভেম্বর) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুইটি প্যানেলে — (প্রতি প্যানেলে ১৬ জন) নাসির-আজগার পরিষদ এবং খসরুল-জুলকদর পরিষদ ছাড়াও উক্ত নির্বাচনে সম্পাদক ও সহ-সম্পাদক পদে ০২ জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

নাসির-আজগার পরিষদে সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি এড. আলহাজ্ব এম. এম. নাসির আহমেদ। তিনি ১৪৮ ভোট পেয়ে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হন।

এ নিয়ে তিনি ৬ষ্ঠ বার জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও সাবেক জিপি (সরকারি কৌশুলী) আলহাজ্ব চৌধূরী খসরুল আলম পেয়েছেন ১১৯ ভোট। অপরদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

খসরুল-জুলকদর পরিষদের সম্পাদক পদের প্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেট এম. জুলকদর রহমান। তিনি সর্বোচ্চ ১৭২ ভোট পেয়ে সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন। এ নিয়ে তিনি টানা ৭ম বার জেলা আইনজীবী সমিতির সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মোঃ আজগার আলী খান ৯২ ভোট পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নাজির হোসেন সমাজদার ও মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার, সহ-সম্পাদক পদে মোঃ বরকত উল্লাহ ও ইকবাল হোসেন, লাইব্রেরী সম্পাদক পদে এস. এম আমজাদ হোসেন, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু হেনা মোস্তফা কামাল, সদস্য পদে সরদার ইফতেখার আহমেদ (বিপু), এম সাদিদ (বিপ্লব), দিলিপ কুমার বিশ্বাস, নাঈমুল হাসান (টুটুল) ও এস.এম বদরুল আলম, হিসাব পরীক্ষক পদে শামীমা আক্তার রত্না, মোঃ আবু সুফিয়ান মোল্লা ও মোঃ সিহাব মোল্যা নির্বাচিত হয়েছেন।

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এম. এম নাসির আহমেদ ও সম্পাদক আলহাজ্ব এম. জুলকদর রহমান সহ নির্বাচিত সকল নেতৃবৃন্দরা দল-মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আদালতে বিচার প্রত্যাশীদের ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

কে এম আবু বকর
বৃহত্তর ফরিদপুর জেলা প্রতিনিধি