মুকসুদপুরে বাহাড়া গ্রামের এনায়েত খান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাহাড়া গ্রামের ইসরাইল খানের ছেলে এনায়েত খান (১৭) প্রতিদিনের মতো গত রাতে খাবার খেয়ে একা এক ঘরে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে পরিবারের সদস্যরা তাকে ডাকেন, কিন্তু ঘরের ভিতরের কোন সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে।
মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।