গোপালগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে মোটরযান চালকদের লাইসেন্সের আওতায় নেওয়ার উদ্যোগ

0
6

গোপালগঞ্জে নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শহরের যানজট নিরসনে আগামী তিন মাসের মধ্যে থ্রি- হুইলার সহ সরকার অনুমোদিত সকল প্রকার মোটরযান চালকদেরকে বৈধ লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সংশ্লিষ্টদেরকে এ নির্দেশনা দেন তিনি।

এসময় কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও নতুন পৌর বাসস্ট্যান্ড পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে আহ্বান জানান তিনি, অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ প্রদান, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের সজাগ থাকার পরামর্শ দেন। জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করণে বিভিন্ন হোটেল-রেস্তোরা, ফাস্টফুড, মিষ্টির দোকান, বেকারী সহ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদেরকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ দেন।

গোপালগঞ্জ পৌরসভাকে হাসপাতালের বর্জ্য দ্রুত অপসারণ করার নির্দেশ দেন। সেই সাথে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দিকনির্দেশনা দেন।

নিষিদ্ধ পলিথিন ব্যবহারে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, মাদক এবং কিশোর গ্যাং এ জড়িত যারা ইতোমধ্যেই কারাগারে রয়েছেন তারা যেন সহজেই জামিনে মুক্তি পেয়ে একই অপরাধে পুনরায় নিয়োজিত না হয় সেজন্য গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ মহোদয় বরাবর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অনুরোধপত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এছাড়া স্কুল-কলেজ চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন পার্কে ও রেস্টুরেন্টে আড্ডা দেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়ার নির্দেশ দেন।

এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত উৎস কর/ভ্যাট বা মূসক পরিশোধের জন্য সকলকে আহ্বান জানান। এ বিষয়ে জনসচেতনতা তৈরি ও জনগণকে নিয়মিত কর প্রদানে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিতকরণ সভা করার পরামর্শ দেন।

এছাড়া জেলায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় তিনি জেলা পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা পুলিশ সুপার আইন -শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোছাঃ নাজমুন নাহারের সঞ্চালনায় জেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের অধিনায়ক মেজর তৌহিদ, র‍্যাব-৬ (ভাটিয়াপাড়া) ক্যাম্প কমান্ডার এস এম রেজাউল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুজিবুল হক, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জিবেতিষ বিশ্বাস, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ওহিদ আলম লস্কার, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ রাসেদুজ্জামান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোঃ নুরুল হুদা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদ, সহকারী কমিশনার রাসেল মুন্সী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-রিচালক লাখসানা লাকী, গোপালগঞ্জ জেলা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ কামিল ছরোয়ার, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী সহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য/প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কে এম আবু বক্কার বৃহত্তর ফরিদপুর জেলা প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.