গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন

0
11
গোপালগঞ্জে
গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন

গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস -২০২৪ উদযাপিত হয়েছে। “দক্ষ যুব গর্বে দেশ’—- বৈষম্যহীন বাংলাদেশ” –এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালীতে স্বতঃস্ফূর্তভাবে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালী পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।

আলোচনা সভা শুরুর পূর্বে সম্মেলন কক্ষে উপস্থিত সকলে গোপালগঞ্জ জেলাকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত রেখে প্রিয় মাতৃভূমিকে বিশ্ব দরবারে সম্মানজনক স্থানে পৌঁছে নেওয়ার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান গোপালগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।

গোপালগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক প্রতীভা অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সফল উদ্যোক্তা হীরা খানম, সোহেলী আক্তার, ফ্রি-ল্যান্সার আহম্মদ রাইয়ান, বশেমুরবিপ্রবি’র ছাত্র প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো- অর্ডিনেটর মোঃ মাহাবুবুর রহমান।

এ সময় সিনিয়র সহকারী কমিশনার শেখ মোঃ আলাউল ইসলাম, সহকারী কমিশনার প্রবীর বিশ্বাস, রাসেল মুন্সী, শপথ বৈরাগী, টুঙ্গিপাড়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক সাজেদুল হক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ জামিল ফারুকী, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরত প্রশিক্ষনার্থীরা সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও ঋণের চেক, ড্রাইভিং ট্রেডে নতুন প্রশিক্ষণার্থীদের জন্য শিক্ষানবিশ ও সফলভাবে উত্তীর্ণ প্রশিক্ষনার্থীদের হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হয়।
এছাড়াও যুবকদের সমন্বয়ে স্বেচ্ছায় শ্রম দেওয়ার ভিত্তিতে জেলা শহরের ঐতিহ্যবাহী বৈরাগীর খালকে কচুরিপানা মুক্ত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামীকাল শনিবার (২ নভেম্বর) সকালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

কে এম আবু বক্কর
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি